ঢাকা, শনিবার ২৯ মার্চ ২০২৫
১৫ চৈত্র ১৪৩১, ২৮ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২৯ মার্চ ২০২৫
১৫ চৈত্র ১৪৩১, ২৮ রমজান ১৪৪৬

সাত দিন ধরে বন্ধ পাসপোর্ট সেবা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
শেয়ার
সাত দিন ধরে বন্ধ পাসপোর্ট সেবা

সার্ভার সচল না থাকায় এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সব ধরনের কার্যক্রম। অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর) পুড়ে যাওয়ায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির সার্ভার। এতে চরম দুর্ভোগে পড়েছে জরুরি প্রয়োজনে বিদেশ গমনেচ্ছু যাত্রী ও পাসপোর্ট সেবাপ্রত্যাশী হাজার হাজার মানুষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের পাসপোর্ট অফিসের আওতায় থাকা একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়।

এরপর বিদ্যুৎ বারবার আসা-যাওয়া করতে থাকে এবং ভোল্টেজ ওঠানামা করে। এ কারণে পুড়ে যায় পাসপোর্ট অফিসের এভিআর মেশিনটি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে বিকল হয়ে যায় অফিসের পুরো সার্ভার। বিষয়টি ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সেখান থেকে প্রকৌশলীরা আসেন চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ে।
বেশ কয়েকবার চেষ্টার পরও সচল করা যায়নি এভিআর।

গত মঙ্গলবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায়, প্রধান ফটকে লেখা আছে ‘এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বৈদ্যুতিক গোলযোগের কারণে সার্ভার পুড়ে গিয়েছে বিধায় সকল কার্যক্রম সাময়িক বন্ধ।’

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, বারবার চেষ্টার পরও সচল হয়নি এভিআর মেশিনটি। প্রতিদিন ২০০-৩০০ বিদেশ গমনেচ্ছু ও পাসপোর্ট সেবাপ্রত্যাশী মানুষ চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে সেবা না পেয়ে হতাশ হয়ে ঘুরে যাচ্ছে।

এতে চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। কবে নাগাদ সর্ভার সচল হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঢাকা থেকে পাসপোর্ট ডেলিভারি নিতে আসা সুজন আলী নামের এক সেবাপ্রত্যাশী বলেন, ‘আমি ঢাকা থেকে এসেছি শুধু আমার পাসপোর্টটি ডেলিভারি নিতে। অফিসে এসে শুনছি সব কার্যক্রম বন্ধ আছে। এত দূর থেকে এসে চরম ভোগান্তিতে পড়তে হলো।

আলমডাঙ্গা থেকে পাসপোর্ট ডেলিভারি নিতে আসা আহসান হাবিব নামের আরেক সেবাপ্রত্যাশী বলেন, ‘পাসপোর্ট ডেলিভারি নিতে এসে না পেয়ে ফিরে যাচ্ছি। কিন্তু বিষয়টি আগে থেকে জানতে পারলে আর কষ্ট করে আসতে হতো না।’

জীবননগর থেকে আসা ইমরান হোসেন নামের আরেক সেবাপ্রত্যাশী বলেন, ‘আমার পাসপোর্ট হারিয়ে গেছে, তাই থানায় জিডি করব। আমার কাছে পাসপোর্ট নম্বর আছে, কিন্তু ইস্যু তারিখ ভুলে গেছি। তাই ইস্যুর তারিখ জানার জন্য এসেছি। কার্যক্রম বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে। আবার কবে আসতে হবে, সেটিও ঠিক করে কেউ বলতে পারছেন না।’ 

চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক আব্দুস সাত্তার বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগের কারণে এভিআর মেশিন বিকল হয়ে গেছে। ফলে পাসপোর্ট অফিসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এরই মধ্যে চুয়াডাঙ্গা বিদ্যুৎ বিভাগের কর্মী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের প্রকৌশলীরা এসে পর্যবেক্ষণ করে গেছেন। বারবার চেষ্টা করেও তা এখনো সচল হয়নি। তবে শিগগিরই ঢাকা থেকে প্রকৌশলীদের একটি টিম আসার কথা রয়েছে।’

 

মন্তব্য

সম্পর্কিত খবর

নাটোরে পুকুর থেকে ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
নাটোরে পুকুর থেকে ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাটোর শহরের পুরাতন থানার পাশে একটি পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরের কান্দিভিটা এলাকার তালাব পুকুর থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার বিকেলে তালাব পুকুরে মাছ ধরার সময় জালে কম্বলে মোড়ানো একটি বস্তার মতো বস্তু উঠে আসে। সেটিকে ওপরে তুলে কম্বল খুলে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

পরে নাটোর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় পুকুরে তল্লাশি চালায়। এ সময় আরো চারটি শটগান উদ্ধার করা হয়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিলী শারমিন সুলতানা নেলি বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ এবং ফায়ার ব্রিগেডের সহায়তায় ডুবুরি দল পুকুরে তল্লাশি চালিয়ে চারটি শটগান এবং জেলের জালে একটি একনলা বন্দুক ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।

মন্তব্য

বরিশালে যাত্রীবাহী লঞ্চে আগুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শেয়ার
বরিশালে যাত্রীবাহী লঞ্চে আগুন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের স্টিমারঘাট লঞ্চঘাট এলাকায় নোঙর করা এমভি সায়মুন-১ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোররাতের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে  লঞ্চের অবকাঠামোর ওপরের একটি অংশ পুড়ে যায়।

তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আলী আশরাফ জানান, রাত ৩টার দিকে ৯৯৯-এ কল আসে স্টিমারঘাটে নোঙর করা লঞ্চে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, মাস্টার কেবিনের মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত।

 


 

মন্তব্য

গায়ে কেরোসিন ঢেলে যুবকের আত্মহনন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
গায়ে কেরোসিন ঢেলে যুবকের আত্মহনন

গাজীপুরের কালিয়াকৈরে পাওনা টাকা দিতে না পেরে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কেশব কর্মকার নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার পালপাড়া এলাকায়। নিহত কেশব কর্মকার (৪৫) উপজেলার পালপাড়া এলাকার ভানু কর্মকারের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কেশব কর্মকার কালিয়াকৈর বাজারে জুয়েলারি ব্যবসা করতেন।

ব্যবসা করতে গিয়ে তিনি বিভিন্নভাবে ঋণে জর্জরিত হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। মানুষের পাওনা টাকা দিতে না পেরে গত ১৮ মার্চ নিজের গায়ে নিজে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে গত বৃহস্পতিবার বিকেলে কেশব কর্মকার মারা যান।

মন্তব্য

গ্যাস ট্যাবলেট খেয়ে সন্তানসহ মায়ের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
গ্যাস ট্যাবলেট খেয়ে সন্তানসহ মায়ের মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে ছয় বছরের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন এক মা। বৃহস্পতিবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। মা-মেয়ের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন এবং পুলিশ জানায়, সন্ধ্যার সময় মা ববিতা রানী (২৫) তাঁর মেয়ে তন্বী রানী রায়কে (৬) নিয়ে গ্যাস ট্যাবলেট খান।

এ সময় বাড়ির লোকজন দেখতে পেয়ে তাদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন। এ সময় পরিবারের লোকজন শিশুটির লাশ নিয়ে চলে যায়। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু হয়েছে, এটা আমরা জেনেছি। কিন্তু কী কারণে গ্যাস ট্যাবলেট খেয়েছেন, তা এখনো জানতে পারিনি। মা-মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ