<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি-ডেসকো শাখার সভাপতি ছিলেন প্রকৌশলী মো. আখেরুল ইসলাম। বর্তমানে তিনি পদ্মার এপারের ২১ জেলা নিয়ে গঠিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির নির্বাহী প্রকৌশলী (পিএন্ডডি)। একই পরিষদের ওজোপাডিকো শাখার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. সাইফুজ্জামান ওজোপাডিকোতে কর্মরত আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পিএন্ডডি) হিসেবে। নির্বাহী প্রকৌশলী মো. রকিব উদ্দিন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহীদুল আলমও ওই পরিষদের ২০১৬ সালে গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক। কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী-১ মো. আরিফুর রহমানও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ওজোপাডিকো থেকে আওয়ামী ফ্যাসিবাদ দূর করার দাবির মধ্যেই আগামীকাল (শনিবার) আহবান করা হয়েছে কম্পানির বোর্ড মিটিং। ওই মিটিংয়ের আলোচ্যসূচিতে শ্রমিক-কর্মচারীদের দাবি না মেনে বরং রাখা হয়েছে নির্বাহী পরিচালক মো. আখেরুল ইসলামের চাকরির মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গটি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগ সরকার পতনের ২৫ দিনের মাথায় গত ৩১ আগস্ট খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পশ্চিমাঞ্চল শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ওজোপাডিকোর দুর্নীতি ও লুটপাটের বিচার, দলবাজ ও স্বেচ্ছাচারী কর্মকর্তাদের অপসারণ, অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল, বৈষম্য দূরীকরণ, গ্রাহকসেবার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জানানো হয়েছিল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যদিও ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (পিএন্ডডি) মো. আখেরুল ইসলাম বলেন, তিনি এখন কোনো পরিষদের সঙ্গে যুক্ত নেই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপরদিকে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সাতটি দাবি পেশ করা হয়েছে। এর মধ্যে ৫ আগস্টের আগে নির্বাহী পরিচালক পদের জন্য দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং নির্বাহী পরিচালক (অর্থ) ও বিদ্যালয়ের শিক্ষক পদে পুনঃনিয়োগ প্রকাশ, অর্গানোগ্রাম সংশোধন, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রকল্প বাতিল প্রভৃতি উল্লেখযোগ্য।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওজোপাডিকোর বোর্ড মিটিংয়ে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বহালের যে চেষ্টা করা হচ্ছে সেটি জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের শামিল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>