<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুমাটি চাপা পড়ে আব্দুল ওয়াহেদ (৩৪) নামের একজন ট্র্াক্টর হেল্পার নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চণ্ডীপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। আব্দুল ওয়াহেদ চণ্ডীপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, কাটাখালি নদীর চণ্ডীপুুর এলাকা থেকে অবৈধভাবে বালুমাটি কেটে পরিবহনের জন্য ট্রাক্টরে লোড দেওয়ার সময় হঠাৎ বালুমাটির নিচে চাপা পড়েন আব্দুল ওয়াহেদ । গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, বালু ও মাটি কাটার সময় আব্দুল ওয়াহেদ নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।</span></span></span></span></span></p>