<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বুকে উঠে উপর্যুপরি ছুরিকাঘাতে প্রকাশ্যে হত্যা করা হয় কলেজছাত্র মুরাদ হাসানকে। গত বছরের ৩১ মে এই হত্যাকাণ্ডটি হয় ময়মনসিংহের নান্দাইলের চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের কিনারায়। এর পর থেকে হত্যায় অভিযুক্ত মূল হোতা ছাত্রলীগ নেতাসহ অনেকেই পালিয়ে যায়। এ অবস্থায় ১ বছর ৭ মাস পর গত শুক্রবার রাতে কাতারে পাড়ি দেওয়ার আগ মুহূর্তে বিমানে ওঠার আগেই তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশের সহায়তায় নান্দাইল থানা পুলিশ। নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ জানান, এই হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রাখেছিল। এই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হত্যার মূল হোতা হামিমের বিদেশ যাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যেকোনো সময় বিদেশ পাড়ি দিতে পারে। এ অবস্থায় গত শুক্রবার কাতার যাওয়ার আগ মুহূর্তেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।</span></span></span></span></p>