<p>গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>মৃতদের মধ্যে একজনের বয়স ৩০ ও অন্যজনের বয়স ৪ বছরে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তারা সম্পর্কে বাবা-ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নাফ নদে সতর্কতা জারি করে মাইকিং" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/10/1733826203-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নাফ নদে সতর্কতা জারি করে মাইকিং</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/10/1455951" target="_blank"> </a></div> </div> <p>টঙ্গী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন সর্মা রাত সোয়া ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটো ময়নাতদন্তের জন্য মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছেন। </p> <p>তিনি জানান, ধারণা করা হচ্ছে ওই লোকটির সঙ্গেই ছিল শিশুটি। তারা দুজনেই টেনে কাটা পড়ে মারা গেছে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফিঙ্গার প্রিন্ট নিয়ে গেছে। এখনো মৃতের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।</p>