<p>আগামী বছরের এপ্রিলের মধ্যে দেশে আসছে সাত কোটি করোনার টিকা। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি জানিয়েছেন, আগস্টের মধ্যে আসছে ২ কোটি ভ্যাকসিন।</p> <p>পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে আসবে অক্সফোর্ডের ২৯ লাখ ভ্যাকসিন। জুলাইয়ের শেষ দিকে আসবে ৩০ লাখ করোনার ভ্যাকসিন। আর আগস্টের শুরুতে কোভ্যাক্সের ১০ লাখ ডোজ করোনার টিকা আসবে।</p> <p><img alt=\"\" src=\"https://asset.kalerkantho.com/public/news_images/ckfinder/innerfiles/images/2021/July/15/217872062_10224634739029976_5711910713830932344_n.jpg\" style=\"height:843px; width:843px\" /></p> <p>তিনি আরো জানান, ২০২২  সালের এপ্রিলের মধ্যে দেশে আসবে সাত কোটি করোনা ভ্যাকসিন। তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন, দেশের ৮০ শতাংশ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।</p>