<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত ইমরান খানের দল পিটিআইয়ের পক্ষ থেকে যে পেছন দরজা দিয়ে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করা হচ্ছিল, তা স্বীকার করেছেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান। তবে সেই আলাপ-আলোচনা এখন অতীত বলেও দাবি করেছেন তিনি। গত শুক্রবার ডননিউজটিভির নাদির গুরামানির সঙ্গে আলাপকালে গহর আলি বলেছেন, বর্তমানে শুধু সরকারের সঙ্গে আলোচনা চলছে। গত বছরের নভেম্বরে পিটিআইয়ের বিক্ষোভের দিন কয়েক আগে গহর তার দলের নেতাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার অনুমতি দিয়েছিলেন। গহর দাবি করেছেন, সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল এবং সব কিছু ইতিবাচকভাবেই এগোচ্ছিল। তবে পিটিআই প্রতিষ্ঠাতাকে জামিন দেওয়ার পর অন্য মামলায় আটকের ঘটনায় সেই যোগাযোগ থেমে যায়। গহর বলেছেন, তোশাখানা মামলায় আগেই জামিন পেয়েছিলেন ইমরান, কিন্তু তার পরও ইমরানকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানজুড়ে যে বিক্ষোভ চলছিল, সেবার সেই মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। ফলে সেনার সঙ্গে সমস্ত আলোচনা ভেস্তে যায়। বর্তমানে সেনার সঙ্গে পেছনের দরজা দিয়ে কোনো রকম আলোচনা চলছে না। তবে সেনার সঙ্গে আলোচনার দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হয়নি। সূত্র : ডন</span></span></span></span></span></p>