<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতে আন্দোলনরত এক কৃষক নেতা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। ওই কৃষক পাঞ্জাবের তরন তারন জেলার পাহুবিন্দের বাসিন্দা বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে তিনি আন্দোলনরত সতীর্থদের সঙ্গে বসেছিলেন। তখনই আচমকা বিষ খান ৫৫ বছরের ওই ব্যক্তি। কেন্দ্রীয় সরকারের ওপর ক্ষোভ থেকেই ওই কৃষক এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। নভেম্বরের শেষ থেকেই দফায় দফায় শম্ভু সীমান্ত থেকে দিল্লির উদ্দেশে মিছিল করে এগোনোর চেষ্টা করেছিলেন কৃষকরা। তাদের ঠেকাতে বিস্তীর্ণ এলাকাজুড়ে ভোর থেকেই বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা। এলাকায় জারি হয়েছিল ১৬৩ ধারা। কৃষকরা ব্যারিকেড টপকে এগোতে গেলে তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের। ছোড়া হয় জলকামান, কাঁদানে গ্যাস। তাই বারবারই কৃষকদের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিল্লি চলো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অভিযানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষিঋণ মওকুফ, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দীর্ঘদিন ধরে কৃষকদের এই আন্দোলন চলছে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে দিল্লিসংলগ্ন পাঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে বসে রয়েছেন কৃষকরা। সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p>