<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ম্যানিলার সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) চীনের কোস্ট গার্ডের সবচেয়ে বড় জাহাজ মোতায়েনে উদ্বেগ প্রকাশ করেছে ফিলিপিন্স। তারা বলছে, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় দ্বীপের আশপাশের জেলেদের ভয় দেখানোর উদ্দেশ্যে জাহাজটি মোতায়েন করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার ফিলিপিন্সের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জোনাথন মালায়া বলেন, ৫৪১ ফুট দীর্ঘ চীনা কোস্ট গার্ড জাহাজ মোতায়েনের প্রতিবাদ জানিয়েছে ম্যানিলা। জাম্বালেস প্রদেশের উপকূলের ১৪২ কিলোমিটার দূরে জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়েছে। তিনি ম্যানিলার ইইজেড থেকে জাহাজটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশাল জাহাজ মোতায়েনের মাধ্যমে চীনের ক্রমবর্ধমান আগ্রাসন দেখে আমরা বিস্মিত হয়েছি। এটি উত্তেজনাকর ও উসকানিমূলক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সূত্র : আলজাজিরা</span></span></span></span></span></p>