রাজনীতিক হিসেবে পরিচিত হওয়ার কোনো বাসনা রবীন্দ্রনাথের ছিল না। তবে বিভিন্ন রাজনৈতিক সংকটে তিনি নিজের মতো করে অংশগ্রহণ করেছেন। রবীন্দ্রনাথ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু ও বঙ্গবন্ধুর বাণী রাজনৈতিক নেতারা শুনলে এই উপমহাদেশের ইতিহাস অন্য রকম হতো।
১৬৩তম রবীন্দ্রজয়ন্তীতে বিশ্বকবি সম্পর্কে এই পর্যবেক্ষণ ব্যক্ত করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী দিনের স্মারক বক্তা ছিলেন তিনি। গতকাল বুধবার সকালে শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান সভাপতিত্ব করেন। আলোচনা পর্বের পর ছিল সাংস্কৃতিক পরিবেশনা।
স্মারক বক্তা রামেন্দু মজুমদার বলেন, ‘রবীন্দ্রনাথের মহাপ্রয়াণের ৩০ বছর পর বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়। বঙ্গবন্ধু প্রায়ই রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিতেন। তাঁরা দুজনই ছিলেন অসাম্প্রদায়িকতার প্রতীক।’
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধুর দর্শন একসঙ্গে দেখলে তার কেন্দ্রে বাঙালি জাতিসত্তার আত্মপরিচয় ও আত্মমর্যাদা খুঁজে পাওয়া যায়।
’
সভাপতি সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেন, সব পরিস্থিতিতেই বঙ্গবন্ধু ও কবিগুরুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। স্বাগত বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী বলেন, রবিঠাকুর এমন এক রবি, যার উদয় আছে কিন্তু অস্ত নেই।
আলোচনা পর্ব শেষে একক রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
বাংলা একাডেমির আয়োজন : গতকাল বাংলা একাডেমিতে বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে ছিল একক বক্তৃতা, রবীন্দ্র পুরস্কার ২০২৪ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে রবীন্দ্রসাহিত্যের গবেষণা বা সমালোচনা বা অনুবাদে প্রকাশিত গ্রন্থের মান বিবেচনায় অধ্যাপক ভীষ্মদেব চৌধুরীকে এবং রবীন্দ্রসংগীত চর্চায় অধ্যাপক লাইসা আহমদ লিসাকে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার ২০২৪ প্রদান করা হয়। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী ও শিমুল মুস্তাফা। সংগীত পরিবেশন করেন শিল্পী লিলি ইসলাম ও চঞ্চল খান। একক বক্তা আতাউর রহমান বলেন, রবীন্দ্রনাথ বাংলা ও বাঙালির গর্ব, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি। স্বাগত ভাষণে মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের সাংস্কৃতিক সমৃদ্ধির প্রতীক।’ কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, এ জাতির স্বপ্নদ্রষ্টা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি রবীন্দ্রনাথের একনিষ্ঠ ভক্ত ছিলেন।
ছায়ানটের রবীন্দ্র উৎসব : ছায়ানট মিলনায়তনে সংগঠনটির দুই দিনের রবীন্দ্র উৎসবের শুরু হয় গতকাল সন্ধ্যায়। ছায়ানটের শিল্পীরা একক ও সম্মেলক সংগীত, নৃত্য, পাঠ-আবৃত্তি পরিবেশন করেন। আজ ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা ৭টায় শুরু হবে দ্বিতীয় দিনের আয়োজন।
আরো যেসব আয়োজন : রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি চত্বরে গতকাল সকালে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। অন্যদিকে শহরের মিলপাড়ায় অবস্থিত রবীন্দ্র স্মৃতিধন্য শতাব্দীর প্রাচীন টেগোর লজে সকালে রবীন্দ্রনাথের গান এবং আলোচনার আয়োজন করে কুষ্টিয়া পৌরসভা।
সকালে বিশ্বকবির পূর্বপুরুষের ভিটা রূপসার পিঠাভোগে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। কবির শ্বশুরবাড়ি ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সেও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের পতিসর রবীন্দ্র কাচারিবাড়িতে অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। পরে দেবেন্দ্র মঞ্চে আলোচনাসভা, সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।