<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানের ওপর সম্পাদিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বইয়ের  মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত ২৪ সেপ্টেম্বর রাতে বইটির মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়। দৃকের প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহিদুল আলমের সম্পাদনায় </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বইটি যৌথভাবে প্রকাশ করেছে দৃক পিকচার লাইব্রেরি, ইআরকি এবং বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন। এ বিষয়ে দৃকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  জুলাই গণ-অভ্যুত্থানে সারা দেশের কার্টুনিস্ট ও শিল্পীরা তাঁদের প্রতিবাদী ভাষায় ভয়কে জয় করে এঁকেছেন একের পর এক ব্যঙ্গচিত্র। এসব কার্টুন দেশের সংবাদমাধ্যমে সীমিত হলেও নামে-বেনামে তা ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা বিশ্বাস করি, বিদ্রোহী কার্টুনিস্ট ও শিল্পীরা তাঁদের এসব শিল্পকর্মের মধ্য দিয়ে দেশের গণমানুষকে অনুপ্রাণিত করেছেন এবং অত্যাচারের প্রতিবাদে এবং সংহতি গড়ে তুলতে ব্যঙ্গচিত্রের মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।</span></span></span></span></p>