<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক এমপি এবং সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনা ঘটে। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে ওই ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় তাঁকে এনায়েতপুরের আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।  এর আগে গতকাল দুপুরে সেনাবাহিনীর একটি দল বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে। এরপর সিরাজগঞ্জ সরকারি কলেজে অবস্থিত সেনা ক্যাম্পে রেখে বিভিন্ন অভিযোগের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।</span></span></span></span></span></p>