<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরের পীরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন না করাসহ অস্তিত্বহীন প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার ৭ নম্বর বড় আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিমের বিরুদ্ধে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি ইউনিয়নের আটজন সদস্য হারুন মিয়া, শিমুল, তাহাজুল, শাহিন, মরিয়ম, ফাতেমা, আশরাফুল ও আবু তাহেরসহ স্থানীয় বাসিন্দা রেজাউলের নেতৃত্বে অর্ধশতাধিক এলাকাবাসীর স্বাক্ষরে অনাস্থাসহ নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত ও শাস্তি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করলে তথ্য প্রকাশ হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে জানা যায়, গত ২০২২-২৩ অর্থবছরে এলজিএসপি-৩ বরাদ্দকৃত চারটি প্রকল্প কাগজে-কলমে বাস্তবায়ন হয়েছে। প্রকল্পগুলো শতভাগ সম্পন্নে প্রকল্পের বরাদ্দকৃত টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান। শুধু তাই নয়, প্রকল্পে আপন ছোট ভাই হাফিজ আব্দুন নুর সোহেলকে ঠিকাদার সাজিয়ে ভুয়া মাস্টার রোলের মাধ্যমে তিনটি প্রকল্পের মোট চার লাখ ১৮ হাজার ১৫২ টাকা উঠিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৯ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল আলম ও আবু তাহেরের কাছে প্রকল্পের কাজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব প্রকল্পের কোনো কাজই হয়নি এটা সত্য, তবে প্রকল্পের টাকা চেয়ারম্যান উত্তোলন করে কী করেছেন আমরা জানি না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বড় আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম মিয়ার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান এ বিষয়ে আমার মন্তব্য নেই।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>