<p>জনবল সংকটে ধুঁকছে গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। সেখানে ১১ পদের মধ্যে আটটি পদ শূন্য হয়ে আছে। এতে উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি চিকিৎসকের অভাবে ওই হাসপাতালে গবাদি পশুর স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালটি ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত। প্রতিদিন সেখানে অনেক গবাদি পশু চিকিত্সা করাতে নিয়ে আসেন এলাকার কৃষক ও খামারিরা। কিন্তু উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালটিতে চিকিৎসকসহ প্রয়োজনীয় লোকবল নেই। সেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একজন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা একজন, ভেটেরিনারি সার্জন একজন, ভেটেরিনারি কম্পাউন্ডার একজন, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিসট্যান্ট তিনজন, ফিল্ড অ্যাসিসট্যান্ট (এআই) একজন, ড্রেসার একজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন এবং অফিস সহায়ক একজন থাকার কথা। অথচ ওই ১১টি পদের মধ্যে আটটি পদ দীর্ঘদিন ধরে শূন্য হয়ে আছে।’</p> <p> </p> <p> </p> <p> </p>