<p>চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অচলাবস্থা কেটে যাওয়ার পর এখন চূড়ান্ত সূচি প্রকাশের অপেক্ষা। তবে তার আগেই ‘এ’ গ্রুপের কয়েকটি ম্যাচের সূচি জানা গেছে। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করবে বাংলাদেশ। আগামী ২০ ফেব্রুয়ারি ম্যাচটি হবে দুবাইয়ে। আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির ভেন্যু রাওয়ালপিন্ডি।</p> <p>বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের তারিখ অবশ্য জানা যায়নি। তবে ম্যাচটি পাকিস্তানের কোনো ভেন্যুতেই হবে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান-ভারত ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুবাইয়ে। সেমিফাইনাল দুটি হবে যথাক্রমে ৪ ও ৫ মার্চ। আগামী ৯ মার্চ ফাইনাল। ক্রিকইনফো</p> <p> </p> <p><strong>বাংলাদেশের খেলা</strong></p> <p>প্রতিপক্ষ তারিখ   ভেন্যু</p> <p>বাংলাদেশ-ভারত  ২০ ফেব্রু.           দুবাই</p> <p>বাংলাদেশ-নিউজিল্যান্ড             নির্ধারিত হয়নি</p> <p>বাংলাদেশ-পাকিস্তান          ২৭ ফেব্রু.           রাওয়ালপিন্ডি</p> <p> </p>