<p>গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার লিখিত অভিযোগ দিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা।</p> <p>আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে তিনি এই অভিযোগ প্রদান করেন। প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান অভিযোগটি গ্রহণ করেন। এ সময় মাইকেল চাকমার সঙ্গে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, অধিকারকর্মী রেহনুমা আহমেদ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘বিবেকের চাপে আছি’, আ. লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আরো যা বললেন সিইসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735541988-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘বিবেকের চাপে আছি’, আ. লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আরো যা বললেন সিইসি</p> </div> </div> </div> </div> </div> <p>পরে প্রসিকিউটর নোমান কালের কণ্ঠকে বলেন, ‘লিখিত অভিযোগের সঙ্গে গুমের সময় ব্যবহৃত একটি গামছাও জমা দিয়েছেন মাইকেল চাকমা। এই গামছাটি দিয়ে তাকে বাঁধা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।’</p> <p>এর আগে গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে এসে প্রসিকিউশনে মৌখিক অভিযোগ করে যান মাইকেল চাকমা। সেদিন তার অভিযোগ আমলে নিয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, ‘মাইকেল চাকমা গুমের শিকার হয়েছিলেন। তাকে কিভাবে গুম করা হয়েছিল, কিভাবে আটকে রাখা হয়েছিল—সেসব ব্যাপারে মৌখিকভাবে তিনি আমাদের জানিয়েছেন। একইভাবে তিনি গুম কমিশনের কাছেও বক্তব্য দিয়েছেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা! ফের আলোচনায় সানজিদা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735534108-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা! ফের আলোচনায় সানজিদা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/30/1462964" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেছিলেন, ‘যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী গুম একটি আন্তর্জাতিক অপরাধ, সেই অপরাধের বিচার চাইতে তিনি আমাদের কাছে এসেছেন। যে গামছা দিয়ে তার চোখ এবং পা বাধা হয়েছিল, সেই গামছাও তিনি নিয়ে এসেছেন। সব মিলিয়ে তার অভিযোগ আমরা আমলে গ্রহণ করেছি। আমরা এই অভিযোগের তদন্ত করব। তদন্ত শেষে তা আদালতের সামনে উপস্থাপন করা হবে।’ কয়েক দিনের মধ্যে মাইকেল চাকমা লিখিত অভিযোগ জমা দেবেন বলেও সেদিন জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর। এরপর আজ সোমবার সকালে লিখিত অভিযোগ দিলেন তিনি।</p> <p>সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে মাইকেল চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার ও দল অভিযোগ করে। এরপর পাঁচ বছর তার হদিস মেলেনি। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মাইকেল চাকমাকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) কথিত বন্দিশালা ‘আয়নাঘর’-এ পাঁচ বছর তিন মাস ২৭ দিন আটকে রাখা হয়েছিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কী থাকছে?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735538179-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কী থাকছে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/30/1462980" target="_blank"> </a></div> </div> <p>ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর হদিস মেলে মাইকেল চাকমার। এক বিবৃতিতে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা দাবি করেন, ৭ আগস্ট ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয় মাইকেল চাকমাকে।</p>