<p style="text-align:justify">নবগঠিত বরগুনার আমতলী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি বাতিলের দাবি জানিয়েছেন দলটির একাংশের নেতারা। আজ শনিবার সকাল ১০টায় আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ বি এম সিদ্দিকী।</p> <p style="text-align:justify">তিনি দাবি করেন, ২০২৩ সালের ১০ জুলাই আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠন করা হয়। ওই কমিটির সভাপতি তিনি নিজে। কমিটির মেয়াদ ১ বছর। পূর্বের কমিটির মেয়াদ শেষ না হলেও বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার চলতি বছরের ৬ নভেম্বর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের নিয়ে নতুন একটি কমিটি গঠন করেন।</p> <p style="text-align:justify">এ বি এম সিদ্দিকী বলেন, ‘আমি এই কমিটির বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির নিকট অভিযোগ দেওয়ার পর তারা কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করে। চলতি বছরের ২৬ ডিসেম্বর আরেকটি নতুন কমিটি ঘোষণা করেন তারা। আমি এই কমিটির প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিষোদগার করেন তারা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমতলী পৌর বিএনপির সভাপতি মো. কবির উদ্দিন ফকির, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য লাইজু বেগম, আমতলী সদর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক এমানি সরকার, মো. মাহবুব আলম ও জামাল চৌকিদার প্রমুখ।</p>