<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের কৃষক নেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল গত ২৬ নভেম্বর থেকে আমরণ অনশন শুরু করেছেন। গতকাল সোমবার তাঁর অনশনের ২৮ দিন পূর্ণ হলো। অনশন করতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এভাবে চলতে থাকলে তাঁর হৃদযন্ত্র ও একাধিক অঙ্গ বিকল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসরা বলছেন, জগজিতের স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রক্তচাপ ওঠানামা করছে। শরীরে প্রোটিন ও ফ্লুইডের মাত্রা অনেক কমে গেছে। পাশাপাশি তাঁর যকৃৎ ও অন্যান্য অঙ্গের অবস্থাও শোচনীয়। এমন পরিস্থিতিতে রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো প্রয়োজন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি ঋণ মওকুফ, পেনশন ও বিদ্যুৎ বিল না বাড়ানোর মতো বেশ কয়েকটি বিষয় নিয়ে কৃষকদের আন্দোলন চলছে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে দিল্লিসংলগ্ন পাঞ্জাব এবং হরিয়ানার শম্ভু ও খানাউড়ি সীমানায় অবস্থান নিয়েছেন কৃষকরা। কৃষক নেতা জগজিৎ আমরণ অনশন শুরু করলে আন্দোলন নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে। এদিকে জগজিেক প্রয়োজনীয় চিকিৎসা দিতে পাঞ্জাব সরকারকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। তবে অনশনস্থল ছাড়তে নারাজ তিনি। জোরপূর্বক তাঁকে অনশনস্থল থেকে সরানোর চেষ্টা করলে ভয়ানক পরিস্থিতি তৈরির হুমকি দিয়েছেন আরেক কৃষক নেতা সুরজিৎ সিং। সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p>