<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বরমা এলাকায় প্রতিবছরের মতো এ বছরও এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে শুক্লাম্বর দীঘি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর থেকে গাড়ি ও হেঁটে মানস রক্ষার্থে দীঘি মেলায় প্রসাদ নিয়ে দেশি-বিদেশিসহ হাজারো ভক্তরা আসে। শত শত বছর ধরে সনাতনী সম্প্রদায়ের মহামিলন ক্ষেত্র হিসেবে প্রতিবছর পৌষের শেষ দিনে এ মেলা হয়। মনোবাসনা পূরণের লক্ষ্যে সনাতন ধর্মের হাজারো পুণ্যার্থীর ঢল নামে এখানে। শুক্লাম্বর মন্দির উন্নয়ন কমিটির সভাপতি হারাধন দেব জানান, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থ স্থান এই শুক্লাম্বর দীঘি মেলা। পাঁচ শতাধিক বছর আগে ভারতের নদীয়া এলাকায় শক্তি সাধক শুক্লাম্বর ভট্টাচার্য্য ত্রিপাঠি জন্মগ্রহণ করেন। তিনি জমিদার ছিলেন। ৪০ বছর বয়সে সনাতন ধর্ম প্রচারের জন্য চন্দনাইশ উপজেলার বরমায় হিন্দু অধ্যুষিত এলাকায় তাঁর আগমন ঘটে।</span></span></span></span></span></p>