<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রক্তের সংক্রমণজনিত সমস্যা নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অঞ্জনা রহমান। বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বিএসএমএমইউয়ের ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন অভিনেত্রী। অঞ্জনার ছেলে নিশাত মণি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আম্মুর অবস্থা খুবই ক্রিটিক্যাল। চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে তাঁদের কিছু করার নেই। সৃষ্টিকর্তা যেটা ভালো মনে করেন, সেটাই আমাদের মেনে নিতে হবে। আমি খুবই অসহায় অবস্থায় রয়েছি এখন। আমার আম্মুর জন্য দোয়া চাই।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> এর আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন অঞ্জনা। তখন তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়ে।</span></span></span></span></span></p> <p> </p>