<p style="text-align:justify">সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলোচিত স্কুলছাত্রী পূর্ণিমা রানী শীল ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ২৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পূর্বদেলুয়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। </p> <p style="text-align:justify">গ্রেপ্তার জহুরুল ইসলাম (৪২) ওই গ্রামের জিল্লুর রহমান ওরফে বেলালের ছেলে।</p> <p style="text-align:justify">এর আগে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে ২০০১ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় উপজেলার পূর্বদেলুয়া গ্রামের অনিল চন্দ্র শীলের মেয়ে অষ্টম শ্রেণিরশিক্ষার্থী পূর্ণিমা রাণী শীল (১২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের পর তাকে একটি কচুক্ষেতে ফেলে রাখা হয়। ওই সময় তার বাড়িঘর ভাঙচুর এবং তার মা, বাবা ও ভাইকেও মারধর করা হয়েছিল। সেই সময় এই ঘটনাটি দেশব্যাপী আলোচিত হয়েছিল।</p> <p style="text-align:justify">উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জহুরুল ইসলাম ঘটনার পরই মালয়েশিয়ায় চলে গিয়েছিল। ৩/৪ মাস আগে সে দেশে ফিরে এসে বিভিন্ন স্থানে পলাতক ছিল। স্বজনদের সঙ্গে দেখা করতে শুক্রবার রাতে সে নিজ বাড়িতে আসে। এরপর গোপন সংবাদ পেয়ে রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।<br />  <br />  </p>