চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় এক নারী ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে এক সিএনজি অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে ওই চালককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, ফুটপাতে ভাসমানভাবে থাকা ওই নারীকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে ধর্ষণ করে অটোরিকশাচালক। গ্রেপ্তার সিএনজিচালক হলেন মো. আব্দুল আলী (৫৫)।
তিনি ভোলার চরফ্যাশন থানার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বসবাস করেন।
চট্টগ্রামের চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ফুটপাতে থাকা নারী ভিক্ষুককে রাতের বেলায় শহরে ঘোরানোর কথা বলেন সিএনজি অটোরিকশায় তোলেন চালক। গত ১১ মার্চ রাতে ওই নারীকে একটি গ্যারেজের পাশে খালি জায়গায় নিয়ে ধর্ষণ করেন সিএনজিচালক।
পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রথমে আক্রান্ত নারী কাউকে কিছু বলেননি। গত শনিবার রাতে এসে থানায় বিষয়টি জানান। পরে আমরা শনিবার রাত ২টার দিকে অভিযুক্ত সিএনজিচালককে গ্রেপ্তার করি।’